গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শিরিরচালা এলাকা থেকে অপহরনের ৬ দিন পর অপহৃত তিনমাস বয়সী শিশুকে উদ্ধার করেছে জেলা পুলিশ। এসময় তিন অপহরনকারীকে গ্রেফতার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বাউশি এলাকার মজলুর স্ত্রী আলপনা উরফে রুবিনা (২৫), রুবিনার বড়বোন একই জেলার দুর্গাপুর থানার হাবিআলী এলাকার আবুল কাশেমের স্ত্রী ফাতেমা (৩৫) ও ফাতেমার ছেলে রফিকুল ইসলাম (১৯)।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানান, গাজীপুরের জয়দেবপুর থানাধীন শিরিরচালা এলাকায় মো: ফিরোজ হোসেন তার স্ত্রী ও তিন মাসের শিশু ফাতেমা এবং শাশুড়িকে নিয়ে ওই এলাকায় জনৈক মাজহারুল ইসলামের বাড়িতে দুই মাস ধরে ভাড়া থাকেন। ফিরোজ হোসেন রাজমিস্ত্রির কাজ ও তার স্ত্রী একটি গার্মেন্টে চাকরি করেন। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেষপুর থানার বিশ^নাথপুর গ্রামে। গত ২ এপ্রিল প্রতিদিনের মতো মেয়েকে শাশুড়ির কাছে রেখে স্বামী ও স্ত্রী কর্মস্থলে গেলে একই বাড়ির ভাড়াটিয়া আলপনা (রুবি) সুযোগ বুঝে শিশুটিকে অপহরন করে নিয়ে যায়। পরে শিশুটির পিতা (ফিরোজ হোসেন) বাদী হয়ে জয়দেবপুর থানায় অপহরন মামলা দায়ের করলে এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গত ৭ এপ্রিল গভীর রাতে গাজীপুরের শ্রীপুর থানাধীন মুলাইদ পশ্চিম পাড়া এলাকার সুবেদ আলীর ভাড়া বাসা থেকে কন্যা শিশুটিকে উদ্ধার ও বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অপহরনকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, গত ২০ মার্চ মুল অপহরণকারী আল্পনা ওরফে রুবিনা একই বাড়ীতে তাদের পাশের একটি রুম ভাড়া করে। তিনি কোন মোবাইল ফোন ব্যবহার করেননি। বাসা ভাড়া নেওয়ার সময় জাতীয় কিংবা অন্য কোন পরিচয় পত্র জমা দেননি। তিনি শিশুটির পরিবারের সাথে নানা কৌশলে মিশে সখ্যতা তৈরি ও তাহাদের বিশ্বস্ততা অর্জন করেন। গত ২ এপ্রিল শিশুটির পিতা-মাতা শিশুটিকে বৃদ্ধ শাশুড়ির নিকট রেখে যার যার কর্মস্থলে যায়। এসময় শিশুটি কান্নাকাটি করিলে বাদীর শাশুড়ি শিশুটির জন্য দুধ গরম করতে যায়। তখনি (সকাল সাড়ে ১০টার দিকে) আল্পনা ওরফে রুবিনা সুকৌশলে শিশুটিকে অপহরণ নিজের রুমে ঢুকে ভিতর থেকে দরজার ছিটকিনি বন্ধ করে এবং গ্রীল ছাড়া জানালা দিয়ে লাফ দিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মিরাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো: দেলওয়ার হোসেন, জয়দেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।