কালীগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা বিএনপির আয়োজনে বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার উলুখলা এলাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন।

গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনকি সম্পাদক বেনজির আহমেদ টিটু।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনকি সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় সদস্য মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান।

আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির মাস্টার, বিএনপি নেতা মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, খায়রুল আহসান, রফিজুল ইসলাম দর্জি, খালেকুজ্জামান বাবলু, ফরিদ আহাম্মেদ, মনিরুজ্জামান খান লাভলু, হোসেন আরমান মাস্টার, জাহাঙ্গীর কবির, হারুন অর রশিদ দেওয়ান, রুহুল আমিন, মোফাজ্জল হোসেন মোমেন প্রমুখ।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)