স্টাফ রিপোর্টার : অন্তর্র্বতীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উপদেষ্টা বীর শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।