গাজীপুর প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানান। জেলার ৫টি আসনে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গাজীপুর-১ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে যাচাই-বাছাইয়ে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। যথাযথ ডকুমেন্ট সাবমিট না করায় জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম ও গণফ্রন্টের আতিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
গাজীপুর-২ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় গণফ্রন্টের আতিকুল ইসলাম, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্ধারিত হলফনামায় তথ্য সঠিকভাবে উল্লেখ না করায় গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খানের মনোনয়নপত্র বাতিল হয়। যথাযথ হলফনামা দাখিল না করায় জাতীয় পার্টির মোহাম্মদ ইস্রাফিল মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষরের ঘাটতির কারণে জনতার দলের মোহাম্মদ শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয় এবং হলফনামা সঠিকভাবে দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী মো: সালাহ উদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, গাজীপুর-৩ আসনে মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাগজপত্রে ত্রুটি ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো: ইজাদুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী গোলাম শাব্বির আলী, ইসলামী ঐক্য জোটের হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
গাজীপুর-৪ আসনে ৯জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল হয়। এক শতাংশ ভোটারের স্বাক্ষরে আপত্তি থাকায় স্বতন্ত্র প্রার্থী মো: শফিউল্লাহর মনোনয়ন বাতিল, নন জুডিশিয়াল ট্যাম্পে হলফনামা দাখিল না করায় এবং দলীয় অঙ্গীকারনামা না থাকায় আম জনতার দলের প্রার্থী মো: জাকির হোসেনের মনোনয়ন বাতিল, নন জুডিশিয়াল ট্যাম্পে হলফনামা দাখিল না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: কাজিম উদ্দিনের মনোনয়ন বাতিল, ইনকাম ট্যাক্সের পাওনা আপত্তি ও কয়েকজন ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো: আবুল হাসেমের মনোনয়ন বাতিল করা হয়েছে।
গাজীপুর-৫ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ করতে না পারায় জাতীয় পার্টির প্রার্থী ডা: মো: সফিউদ্দিন সরকারের মনোনয়ন বাতিল হয়। প্রস্তাবকারীর ভোটার আইডি কার্ডের তথ্য ভুল থাকায় বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী রুহুল আমীনের মনোনয়ন বাতিল করা হয়।
রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, যাঁদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাঁদের সবার আপিলের সুযোগ রয়েছে।
