গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সংসদ সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল শুরু করেছেন। সোমবার উৎসবমুখর পরিবেশে তারা মনোনয়নপত্র জমা দেন।
বিকেলে শ্রীপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “আগামী রাষ্ট্র হবে স্মার্ট ও মানবিক রাষ্ট্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে সমৃদ্ধ ও উন্নয়নশীল। জনগণের ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।” তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশিত নেতৃত্ব নির্বাচন করার সুযোগ পাবে।
