গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা সংক্রান্ত বিষয় নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সিটি করপোরেশন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
সভায় সিটি কর্পোরেশনের সচিব মো: আমিন আল পারভেজ, প্রধান সম্পত্তি কর্মকর্তা তানিমা আফ্রাদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: সোহেল রানা ছাড়াও অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করার নানা উদ্যোগ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, গাজীপুরের মানুষের প্রধান ভোগান্তির একটি হলো রেলওয়ের ওপর ফ্লাইওভার না থাকা। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। ফ্লাইওভার নির্মাণ হলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে, শহরের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
