ক্লাসে ফিরতে চায় তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা তিনজন শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করে ক্লাসে ফিরতে চায়। আন্দোলন শিথিল করে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু করার আহবান জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানায়, জেলা শহরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা নার্সিং কলেজের নারী শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ, শিক্ষার্থীদের হুমকি ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে ইন্সট্রাক্টর মো: জামাল উদ্দিন ভূঁইয়া, মো: তাজুল ইসলাম ও মো: মোখলেছুর রহমানকে বদলিসহ ৯ দফা দাবিতে গত দুই মাস ধরে শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনে ছিলেন।

শনিবার সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী জড়ো হয়ে ক্যাম্পাসে নার্সিং ইনস্ট্রাক্টর মো: জামাল উদ্দিন ভূঁইয়া, মো: মোখলেছুর রহমান ও মো: তাজুল ইসলাম এই তিনজন শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের অবিলম্বে কলেজ থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলন শিথিল করে কলেজ কর্তৃপক্ষের প্রতি ক্লাস শুরু করার দাবি জানান। তারা বলেন, সেশনজটের মতো জটিলতায় না পড়ে শিক্ষা জীবন স্বাভাবিক সময় শেষ করার লক্ষে তারা আন্দোলন শিথিল করেছে। তবে ওই তিনজন শিক্ষক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে তা প্রতিহত করতে তারা বদ্ধপরিকর। তাদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক অন্যান্য দাবিগুলো ও অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।

তবে আন্দোলন সাময়িকভাবে শিথিল করলেও শিক্ষার্থীরা চারটি শর্তের কথা জানান। শর্তগুলো হচ্ছে-অভিযুক্ত তিনজন শিক্ষককে সকল প্রকার এডাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রেখে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, ওই তিনজন শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষককে রুটিনে অর্ন্তভুক্ত করে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষাসুলভ আচরণ নিশ্চিত করতে হবে এবং এডািেমক কারিকুলাম যথাসময়ে সম্পন্ন রার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব শর্তসাপেক্ষে তারা ক্লাশে ফিরছে বলে জানান।

এসময় কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ফারিহা আলম, মোসাম্মৎ শারমিন আক্তার, মেহেদী হাসান চয়ন, হৃদয় খান, রাফিউল আলম বক্তব্য রাখেন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)