বিএনপি নেতা রনির উদ্যোগে পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি শুক্রবার সকালে জনকল্যাণে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম শুরু করেছেন। তিনি গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকার বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়া একটি মজা পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। বিডিক্লিন ও সিটি করপোরেশনের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

সংস্কার কার্যক্রম শুরু করে রনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের মুন্সিপাড়া এলাকার এই পুকুরটি দীর্ঘদিনের পুরনো। পুকুরের পাশে আবাসিক এলাকা, চারপাশে বাজার রয়েছে। স্থানীয় মানুষের ফেলানো বর্জ্যে ভরাট হয়ে গেছে এবং পুকুরটি মৃতপ্রায় অবস্থায় উপনীত হয়েছে। তাই আমরা এই পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সংস্কারের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে পুকুরটিতে স্বচ্ছ পানির ধারা সৃষ্টি করা হবে এবং এর থেকে মানুষ অজু গোসল করতে পারবে। মাছের চাষ করতে পারবে।

তিনি জানান, পর্যায়ক্রমে গাজীপুর সিটির সব খাল, ডোবা ও জলাশয় পরিষ্কারের কার্যক্রম হাতে নেওয়া হবে। নগরবাসীকে সম্পৃক্ত করেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে চান।

পুকুরের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজের জন্য শুক্রবার সকালে গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ীর মাঠে বিডি ক্লিনের প্রায় ৩ শতাধিক কর্মী ও কয়েকশত স্বেচ্ছাসেবীর সমন্বয়ে এক বিশাল কর্মী বাহিনীর সমাবেশ ঘটানো হয়। সেই সমাবেশে শপথ পাঠ করান আয়োজক গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। পরে শোভাযাত্রার মাধ্যমে মুন্সিপাড়ার পুকুর এলাকায় সকলে আসেন। এসময় বর্জ্যের ভাগাড়ের মধ্যে নেমে মঞ্জুরুল করিম রনি পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা আ ক ম মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টুটুলসহ বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)