গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিবারের মধ্যে পাঁচ লাখ টাকা করে ২৫ লাখ টাকা দিয়েছে বিআরটিএ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত ওই চেক নিহতদের পরিবারের হাতে তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন প্রমুখ।
চেক পাওয়া পরিবারের নিহতরা হলেন, আবু বক্কর সিদ্দিক, বিজয় হোসেন, অহিদুল ইসলাম, সুমন হোসেন, মনিরা খাতুন।
বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, বিআরটিএ ট্রাস্টি বোর্ড বুধবার গাজীপুর জেলার ৫ নিহত পরিবারের সদস্যর মাঝে ২৫ লাখ টাকার চেক দিয়েছে। যদিও এই অর্থ মৃত্যুর ক্ষতিপূরণ হয়না, তবুও এটি নিহতদের পরিবারে কিছুটা সহায়তা হবে। গাজীপুর থেকে কিছুদিনের মধ্যেই আরও পৌনে ২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে।
বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ড আবেদনটি যাছাই-বাছাইপূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করে।