গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচার করলেন রনি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রচার ও ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়েছে। মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে নির্বাচনী আমেজে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।

বুধবার দুপুরে জেলা শহরের প্রধান বাজার জয়দেবপুর বাজার ও আশপাশের এলাকায় দোকানদার, ব্যবসায়ী, পথচারী ও নানা শ্রেণী পেশার লোকজনের কাছে তারা ৩১ দফা তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এই কর্মসূচি চলাকালে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেন, আগামী নির্বাচন বিলম্বিত করতে, বন্ধ রাখতে দেশি-বিদেশী চক্র ষড়যন্ত্র করছে। বিএনপি সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিবে। এর আগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে তিনি বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ বুঝবে না কোথায় কাকে ভোট দিচ্ছে।

এসময় বিএনপি নেতা এডভোকেট মো: শহীদুজ্জামান, আহাম্মদ আলী রুশদী, মেহেদী হাসান এলিস, আ ক ম মোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)