গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সংবাদকর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান (ভেক্সিনেশন) বিষয়ক দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপ রবিবার অনুষ্ঠিত হয়েছে। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন গাজীপুর জেলা তথ্য অফিস এবং গণযোগাযোগ অধিদপ্তর।
রবিবার সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ ওয়ার্কশপে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
গাজীপুর জেলা তথ্য অফিসার শামীমা নাসরিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) তারিক মোহাম্মদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইয়াসমিন সাইকা পাশা, গাজীপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান জানান, এবারের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা দেয়া হবে। নিবন্ধন না থাকলেও সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর শুরু হয়ে ১৮ কর্মদিবস এ টিকাদান ক্যাম্পেইন চলবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হবে। যাদের জন্ম নিবন্ধন নেই তারা নির্ধারিত ফরম পূরণ করে টিকা দিতে পারবে।
কর্মশালায় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।