গাজীপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এতগুলো বছর পেরিয়ে গেছে আমরা এখনো পর্যন্ত শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে পারিনি। বাংলাদেশে যারা শ্রমিকেরা আছেন, তারাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। কিন্তু অফিস, আদালত, সরকারী সেবা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকেরা বঞ্চিত থেকেছেন সব সময়। আমরা যদি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সবার প্রথমে শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সকল শ্রমিকের মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে হবে, মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে, শ্রমিকের অধিকারকে রক্ষা করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। কারণ যখন নীতি নির্ধারণ ও পলিসি গ্রহণের সময় শ্রমিকের বিষয়টাকে মাথায় রাখা হয় না।
তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানের পরেও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নি। আমরা সরকারের কাছে আহবান রাখতে চাই, অতি দ্রুত শ্রম ও সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটিকে এখন সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের কথাগুলোতে শ্রমিকের অধিকার বাস্তবায়নের কথা নিশ্চিতভাবে এই সংস্কারের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে।
শুক্রবার সন্ধ্যায় এনসিপি শ্রমিক উইং গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে চান্দনা স্কুল ও কলেজ মাঠে আয়োজিত পরিবহন, গার্মেন্টস, হকারসহ সকল শ্রমজীবী মেহনতি মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে শ্রমিক সমাবেশের প্রধান অতিথি বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকের কথা, সকল শ্রেণী-পেশার মানুষের অধিকারের কথা সুস্পষ্টভাবে এই সংবিধানে সুরক্ষিত করতে হবে। সে কারণেই বাংলাদেশের পুরানো যে সংবিধান, সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই, জনতার অধিকার নিশ্চিত করা হয় নাই, এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই। আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে আহবান জানাই অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকবে-এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে’। তিনি আরো বলেন, ‘বাংলাদেশে যে রাজনৈতিক সংকটের তৈরি হয়েছে, সকল জনগোষ্ঠির অধিকারের কথা সংবলিত নতুন সংবিধানই এই রাজনৈতিক সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে পারে।’
এনসিপির শ্রমিক উইং এর প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, এনসিপি নেতা আব্দুল্লাহ আল মুহিম সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
শ্রমিক সমাবেশে জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।