মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না : জনতার দল

গাজীপুর প্রতিনিধি : জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: শামীম কামাল বলেছেন, ‘ডাকসু নির্বাচনে যাদের ভূমিধস বিজয় হওয়ার কথা ছিল, তারা পরাজিত হয়েছে। যারা ভাবসাব দেখাচ্ছে আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসছি, এটি তাদের জন্য একটি বার্তা।’

তিনি বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জনতার দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি মন্ত্রী হলাম, এমপি হলাম কিন্তু পাঁচ বছর পর যদি সরকারের সাথে আমাকেও বোরকা পরে পালিয়ে যেতে হয়, তাহলে এ রাজনীতি করার কোন মানে আছে? অনেক বড় বড় অফিসার, সাবেক মন্ত্রী-এমপি জনতার দলে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়ে ছিলেন। আমরা তাদের দলে নেইনি। কারণ তাদের অতীত বিতর্কিত। মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজদের জনতার দলে ঠাঁই নেই।’

দলের কালীগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও দলের ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো: আযম খান। বক্তব্যে তিনি বলেন বলেন, ‘১৯৭১ সালে আমরা পেয়েছিলাম ভৌগোলিক স্বাধীনতা কিন্তু কথা বলার স্বাধীনতা পাইনি। এবার আমাদের তরুণ প্রজন্ম রক্ত দেওয়ার মাধ্যমে বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে’।

কালীগঞ্জের জনগণকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই যেখানে ঘুষ-দুর্নীতি, সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজি থাকবে না। মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা যাবে না। তদন্ত ছাড়া কোন সাধারণ কাউকে গ্রেপ্তার করা হলে প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে থানা ঘেরাও করা হবে।’ তিনি গাজীপুরের পুলিশ এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘৩০ দিনের মধ্যে কালীগঞ্জের সকল মাদক কারবারি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তাদেরকে গাজীপুরের অন্যত্র চলে যেতে হবে।’

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জনতার দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব:) সাব্বির আহমেদ, কর্নেল (অব:) আবুল কালাম মো: জাকি, যুগ্ম মহাসচিব মেজর (অব:) মো: জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব:) মো: বদরুল আলম সিদ্দিকী, সংগঠনের মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক মেজর (অব:) ডেল এইচ খাঁন, সংগঠনের গাজীপুর জেলা কমিটির আহবায়ক মোহাম্মদ শামসুদ্দিন, গাজীপুর মহানগর নেতা নুরুল ইসলাম, শফিকুল ইসলাম বাবুল প্রমুখ।

পরে ফিতা কেটে দলের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভা কার্যালয় উদ্বোধন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)