গাকৃবিতে টেবিল টেনিস ফাইনাল সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গাকৃবি স্পোর্টস ক্লাবের ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হলো টেবিল টেনিস টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রাণবন্ত সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নিচতলায় জমজমাট এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উত্তেজনা, শিক্ষার্থীদের প্রাণশক্তি ও ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী এবং রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

খেলায় নারী একক এ চ্যাম্পিয়ন হন মুশতারী মহল জান্নাতী এবং রানার-আপ হন ফারজানা ইয়াসমিন। অন্যদিকে টেবিল টেনিস এর পুরুষ একক এ চ্যাম্পিয়ন হন মোঃ নাজিউর রহমান এবং রানার-আপ হন মোঃ মারুফ হোসেন তিয়াল।

পরে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “শুধু পুঁথিগত বিদ্যা নয়, একজন আদর্শ মানবসম্পদ হয়ে উঠতে হলে প্রয়োজন শারীরিক ও মানসিক বিকাশের সুষম সমন্বয়। খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়, পরিশ্রমের মূল্য শেখায় এবং দলগতভাবে কাজ করার অনন্য শিক্ষা দেয়। আমি গর্বিত, আমাদের শিক্ষার্থীরা একাডেমিক কৃতিত্বের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। গাকৃবি প্রশাসন ভবিষ্যতেও খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।”

পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আবদুল্লাহ্ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো: মসিউল ইসলামসহ শারীরিক শিক্ষা শাখার কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)