কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর (টেকপাড়া) এলাকার আলী নেওয়াজের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ও তার সহযোগী একই উপজেলার ধনপুর গ্রামের মৃত শামসুদ্দিন শেখের ছেলে আরিফ শেখ (৩২)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন জানান, গাপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি আরিফুল ইসলাম ও তার সহযোগী আরিফ শেখকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের কালিহাসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরিফুল ইসলামের কাঁধে ঝুলানো একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজত পাঠানো হয়েছে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)