গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাশসনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চলতি ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২’শ ২০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা, সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার অভিভাবক ও সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল আরিফ সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বেলাল হোসেন সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মাহমুদুল হক, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন প্রধান প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বর্ননা করেন।