গাজীপুরে মুগ্ধ সুপেয় পানির কর্নার উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে উদ্বোধন করা হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানি’ কর্নার। জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্নার গড়ে তোলা হয়। যা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন কর্ণারটি উদ্বোধন করেন।

এ উদ্যোগটি গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে শুরু করা হয়েছে, যার জন্য ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মো: যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন উদ্বোধন অনুষ্ঠানে বলেন, এই মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষের জন্য সুবিধাজনক হবে। এটি শহীদ মুগ্ধের স্মৃতি চিরকাল অম্লান রাখবে।

গাজীপুর জেলা পরিষদ জানিয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে এই প্রস্তাবটি নির্বাচিত হয়। ৬৯টি প্রস্তাবের মধ্যে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্ণার’ স্থাপনের প্রস্তাবটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এর ফলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনটি যাত্রীদের জন্য একটি সুপেয় পানির ব্যবস্থা পেয়েছে। আয়োজকরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে শহীদ মুগ্ধর মানবিক ত্যাগ ও সেবার মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস চর্চা অব্যাহত থাকবে। এতে সাধারণ মানুষের মননে গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা সুদৃঢ় হবে।

উল্লেখ্য, ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন, এক ভিডিওতে দেখা যায় মুগ্ধ, যিনি অকুতোভয়ে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন। তিনি বলছিলেন, পানি লাগবে কারও, পানি। তার এই সাহসিকতা ও মানবিক কাজ আজও সবার মনে রয়ে গেছে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)