খাল পুনরুদ্ধার কাজ পরিদর্শন করলেন জিসিসির প্রশাসক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনে জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে দীর্ঘতম ও প্রাচীন মোগর খালের প্রায় ১০ কিলোমিটার পুনরুদ্ধারের কাজ শুরু করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। শুক্রবার সকালে ভোগড়া বাইপাসের মোগর খাল পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কাজ বাস্তবায়ন পরিদর্শন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এসময় তিনি খালটির কোল ঘেষে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ কাঁদামাটির পথ পায়ে হেঁটে ঘুরে ঘুরে কাজের মান যাচাই করেন।

পরিদর্শনকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নাগরিক সুবিধার জন্য জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় আমরা এই খালটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কারে কাজ শুরু করেছি। আশা করছি, কাজটি সম্পন্ন হলে এই খালের আশপাশের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নানারকম দূষণের কারণে সৃষ্ট দুর্ভোগ লাঘব হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো: আমিন আল পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুনুর রশীদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: নির্বাহী প্রকেীশলী রকিবুল হাসান রাসেল, নির্বাহী প্রকৌশলী মো: মাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো: আশরাফ হোসেনসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনের সময় জিসিসি প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে খাল থেকে ময়লা অপসারণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে খালের বিভিন্ন অংশে ভেকু পৌঁছানো কঠিন হওয়ায় কিছু জায়গায় খননকাজ ব্যাহত হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অবৈধ দখল উচ্ছেদ ও খালের প্রস্থ বৃদ্ধি করে স্থায়ী সম্প্রসারণ কাজ শুরু হবে।

প্রশাসক আরও বলেন, আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে পানির চ্যানেলটা ওপেন করে দেওয়া। একটু বৃষ্টি হলেই চান্দনা চৌরাস্তায় ও ভোগরা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই খাল শুধু একটি পানি চলাচলের পথ নয়, এটি নগরবাসীর ভবিষ্যতের নিরাপত্তা, পরিবেশ ও স্বাস্থ্য রক্ষার অন্যতম মাধ্যম। আমরা পরিষ্কার করতে গিয়ে দেখেছি, খালের মধ্যে পলিথিন, লেপ, তোশক, বালিশ, এমনকি গৃহস্থালী সামগ্রীর স্তূপ পাওয়া যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে।

এসময় তিনি নগরবাসীর উদ্দেশে আহ্বান জানান, আপনারা যদি সচেতন থাকেন, খালের পাশে ময়লা না ফেলেন এবং আমাদের পাশে থাকেন, তবে গাজীপুর একদিন পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত হবেই।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)