গাজীপুরে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ‘‘স্কুল বহির্ভূত কিশোরী এবং যুবতীদের বাজার-চালিত পেশাগত দক্ষতা, স্থানান্তরযোগ্য দক্ষতা এবং চাকরির স্থান নির্ধারণের মাধ্যমে ক্ষমতায়ন করা’’ শীর্ষক অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র যৌথ আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছেম বিল্যাহ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, ইকু স্যোসাইল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সিনিয়র এপিসি কামাল হোসেন, ইএসডিও’র গাজীপুর শাখার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলাম, প্রীতি গ্রুপের এইচআরএম মো: আব্দুল কুদ্দুস সজিব, ইএসডিও’র উপকারভোগী তাহমিনা আক্তার, স্¥ৃতি আকতার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে কিশোরী ও তরুণীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা অত্যন্ত জরুরি। এজন্য তাদের প্রাসঙ্গিক দক্ষতা অর্জন এবং উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তারা আরও বলেন, সমাজে এই তরুণ শ্রেণিকে উপেক্ষা করলে উন্নয়ন কাক্ষিত মাত্রায় পৌঁছানো সম্ভব নয়।

অ্যাডভোকেসি ক্যাম্পেইনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)