গাজীপুর প্রতিনিধি : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) সহ দেশের ৯টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে ১২ এপ্রিল (শনিবার) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে একযোগে অনুষ্ঠিত হয়েছে। যথারীতি বিকাল ৩ টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত ১ ঘন্টায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ সময় পরীক্ষার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন উপাচার্য।
পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে উপাচার্য বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আলহামদুলিল্লাহ্, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে দেশের কৃষিভিত্তিক উচ্চশিক্ষা আরও সমন্বিত ও আধুনিকায়নের পথে অগ্রসর হবে। ভর্তিচ্ছুদের সুবিধা বিবেচনায় বিভিন্ন রুটে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে, তথ্য সহজীকরণের জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে একাধিক তথ্য সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে, একই সাথে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পয়েন্টে ফিল্টার পানির ব্যবস্থা করা হয়েছে। ভর্তি পরীক্ষার্থীদের যেকোনো তথ্য ও সেবাগত সুবিধা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন বলেও উপাচার্য উল্লেখ করেন। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের প্রতি ধন্যবাদ জানান উপাচার্য। এদিকে সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করে এ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন।
এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৮৬৩টি। এর মধ্যে গাকৃবির ৭টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। ২০২৪-২৫ এর ভর্তি পরীক্ষায় সর্বমোট আবেদনকারী পরীক্ষার্থী ৯৪ হাজার ৩৬ জন। সে হিসেবে এক আসনের বিপরীতে লড়ছেন ২৫ জন। উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৭ এপ্রিল প্রকাশিত হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য https://acas.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন এসব তথ্য জানান।