গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসাবে নিয়োগ পেয়েছেন নাফিসা আরেফীন। তিনি কৃষি মন্ত্রণালয়ে উপ-সচিব হিসাবে দায়িত্বরত ছিলেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের ডিসি করা হয়েছে নাফিসা আরেফীনকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা নাফিসা আরেফীন।