গাজীপুর প্রতিনিধি : শিক্ষার গুণগত মানোন্নয়ন ও জবাবদিহি নিশ্চিতকরণে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণের মধ্যে থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগদানের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের উদ্যোগে একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ফকির রফিকুল আলম, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো: ইকবাল রুমি শাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্যে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার হওয়ার মতো যোগ্যতা অনেকেরই আছে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।