গাসিক মেয়রের প্রধান উপদেষ্টা হলেন ছেলে জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন এবং তার ছেলে জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তার মা নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের প্রথম সভায় কাউন্সিলরদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন সভায় সভাপতিত্ব করেন।

সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন ও ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদুল হাসান বিল্লাল প্রস্তাব করেন, যেহেতু মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিটি কর্পোরেশনের কাজে অনেক অভিজ্ঞ এবং তার হাত ধরে নগরীর বৈপ্লবিক উন্নয়ন হয়েছে, তাই নগরীর উন্নয়নে তার পরামর্শ ও সহযোগিতা একান্ত প্রয়োজন। সে হিসেবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তার মা বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন। পরে উপস্থিত সকল কাউন্সিলর এক যোগে তা সমর্থন করেন।

জানা গেছে, প্রথম সভা উপলক্ষে নগর ভবন নানা সাজে সজ্জিত করা হয়। নির্ধারিত সময়ের আগেই কাউন্সিলরগণ নগর ভবনে এসে উপস্থিত হন। সকাল ১১টার দিকে সভা শুরু হলে বিশেষ আমন্ত্রণে উপস্থিত হন সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রথম সভায় ৭৬ জনের মধ্যে ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই ৮নং ওয়ার্ড (কোনাবাড়ি) কাউন্সিলর আওয়ামীলীগ নেতা মো. সেলিম রহমান বলেন, ২১ মাসের দায়িত্ব পালনকালে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত মেয়রের বিধিবহিভূত পদোন্নতি, পরিষদের সভায় অনুমোদন ছাড়াই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, শিল্প প্রতিষ্ঠানের কর ফাঁকিসহ নানা অনিয়ম-দূর্নীতির তদন্তের দাবি করেন। এ সময় অধিকাংশ কাউন্সিলর ওই দাবির প্রতি সমর্থন জানালে সাবেক ভারপ্রাপ্ত মেয়রের অনিয়ম-দূর্নীতি তদন্তের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সাবেক ভারপ্রাপ্ত মেয়রের একক সিদ্ধান্তে অবৈধভাবে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর পদন্নোতি বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বক্তব্যে মেয়র জায়েদা খাতুন কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান। হুসিয়ারী করে বলেন কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গাজীপুরবাসীর দু:খ শহরের রেলক্রসিংয়ের উপর উড়াল সেতুর কাজ দ্রুত শুরু ঘোষণা দেন।

সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম, সচিব মো: আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, চীফ রেভিনিউ অফিসার এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, হাজী মনিরুজ্জামান, মো. মিজানুর রহমান, হাসান হান্নান মিয়া হান্নু, জাহাঙ্গীর আলম, মাসুদুর হাসান বিল্লাল, হেলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান শিপু, আয়েশা আক্তার, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)