আট বিভাগে প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে দেশের আট বিভাগে সমন্বিত প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে।

মন্ত্রী বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের মূল ফটক, গভীর নলকূপ, প্লাস্টিক চেয়ার ও ঝুড়ি উৎপাদনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, গাজীপুর মেট্রাপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো: মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রি শিল্পের নির্বাহী পরিচালক মো: সেলিম খান, কারখানা ব্যবস্থাপক মহসিন আলী, প্রতিবন্ধী শ্রমিক হাফিজুল ইসলাম প্রমুখ।

মন্ত্রী বলেন, মৈত্রী শিল্প রুগ্ন দশা থেকে লাভজনক শিল্পে পরিণত হচ্ছে। প্রতিবন্ধীদের কল্যাণে জেলা পর্যায়ে মৈত্রী শিল্পের প্লান্ট স্থাপন করা হবে। এ প্লান্টে মৈত্রী চেয়ার ও ঝুড়ি তৈরি এটিকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করবে।

মন্ত্রী মৈত্রী শিল্প উৎপাদিত পানি প্রসঙ্গে বলেন, সারা দেশে মুক্তা পানির ব্যাপক কদর রয়েছে। বাংলাদেশ বিমানেও এ পানি সরবরাহ করার জন্য কাজ চলছে। দেশের গন্ডি পেরিয়ে মুক্তা ব্র্যান্ডের পানি বিদেশেও ছড়িয়ে যাবে।

মন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্যে বলেন, যারা বিদ্যুতের নামে খাম্বা বাণিজ্য করেছে, দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে, লুটের টাকায় বিদেশে আয়েশ করছে, তারা সরকারের উন্নয়ন নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে। তাদের চেচামেচিতে জনগণ বিভ্রান্ত হবে না। জনগণের শতকরা ৯৫ ভাগ ভোট পেয়ে আবারো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। দিনের আঠারো ঘন্টা লোডশেডিং দেয়া দল উন্নয়নের কী বুঝবে। নতুন প্রজন্ম এখন জানেনা লোডশেডিং কি। এটাই শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা।

এর আগে মন্ত্রী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নবনির্মিত ফটক ‘সংশপ্তক’, ১০০০ ফুট গভীর নলকূপ, মৈত্রী প্লাস্টিক চেয়ার ও ঝুড়ি তৈরির কার্যক্রম উদ্বোধন করেন।

মন্ত্রী একই ক্যাম্পাসে অবস্থিত শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের (ই আর সি পি এইচ) কৃত্রিম অঙ্গ প্রস্তুতকরণ কার্যক্রম পরিদর্শন, বেইল প্রেস উদ্বোধন ও প্রশিক্ষণোত্তর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রাপ্ত ১৮ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)