গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো: মাহবুব আলম।
পুলিশ কমিশনার বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান, ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিমিয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের যুগ্মসচিব রেহানা ইয়াছমিন, বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের নীতি-৩ শাখার উপসচিব মোহাম্মদ ইয়ামিন খান, বারি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. হাবিব মোহাম্মদ নাসের, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, রহমতপুর, বরিশালের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. বিমল চন্দ্র কুন্ডু এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।