গাজীপুর সিটি নির্বাচনে মেয়রসহ ৩৮৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯ মেয়র প্রার্থীসহ মোট ৩৮৮ প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার মো: ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে ৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাডভোকেট মো: আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, সরকার শাহনুর ইসলাম, রাজু আহমেদ, মো: আবুল হোসেন ও মো. হারুন অর রশীদ।

এছাড়া ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৯৮ জন, ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৮১ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ছয় জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে তিন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে। সকল ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)