
ডা: আবদুল কাদের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ নিযুক্ত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ডা: মো: আবদুল কাদের।
রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য ও পরিবার কলাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিনি এ মেডিকেল কলেজের এনেসথেসিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০ জানুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।