
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার ও এসএসসি পরীক্ষার্থী নিহত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় ক্রিকেটারসহ মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলো-বগুড়া জেলার সোনাতলা থানার গুয়াকোয়া গ্রামের মিঠু মিয়ার ছেলে সজিব (১৭) এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বিলুরা গ্রামের হিরা দেবনাথের ছেলে জয়দেব নাথ (১৮)। নিহত সজীব গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকার আব্দুল মজিদ মডেল স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী। আর নিহত জয়দেব নাথ একজন ক্রিকেট খেলোয়াড় ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এস আই ইব্রাহিম খলিল জানান, সজিব মোটরসাইকেল যোগে বন্ধু জয়দেবকে নিয়ে গাজীপুর শহর থেকে বাসায় ফিরছিল। সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড় সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যানের চালক আক্তার হোসেন ও সহকারি মোশারফ হোসেনকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।